সর্বনাশা পুঁজিবাদ আজি-
কাকলাশের রুপ করিয়া ধারণ চুঁশিছে অবিরত,
কঙ্কালসার মনুষ্য হাড়গোনা, জীর্ণশীর্ণ
নির্বিশেষে দহন করিছে, নহে নিরত।
স্তরে স্তরে নব্য জমিদার-
ক্ষমতার দাপটে নিঙড়ে নিচ্ছে লহু,
কৃষক, শ্রমিক কারো ক্ষমা নেই
অর্থ চাই, বিত্ত চাই, কড়ি চাই বহু।
সনৈ সনৈ বাড়ছে জিডিপির ফানুস-
জনগণের জীবনমানের নেই উন্নতি,
চারিদিকে বুভুক্ষুদের হাহাকার
পরিসংখ্যানের নামে মিথ্যার বেসাতি।
উপরতলার রাঘব বোয়ালগুলো-
দেশের অর্থ অগোচরে সমানে লোটে,
গরীবের প্রাপ্য গোগ্রাসে খায়
মিথে মানবতার বাণী নিকৃষ্ট ঠোঁটে।
রাষ্ট্রযন্ত্রে ঘুণ ধরিয়েছে দূর্নীতি-
সবখানে ক্ষমতা, হায়-হ্যালোর আধিপত্য,
চতুর্দিকে সাফল্যের উলুধ্বনি
মরে বেচে ফেরে নরাধম জনগণ
ক্ষীণ স্বরে তবুও হাকতে চাই
দূর হও, দূর হও অসাম্য।
মনোহরিয়া, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা।