বুভূক্ষু জনতার খাদ্য সংগ্রহের সংগ্রাম। সেখানে শুধুমাত্র ছিন্ন কাপড় পরা হতদরিদ্রদের দেখা যাচ্ছে না, দেখা মিলছে প্যান্ট-শার্ট পরিহিত মধ্যবিত্তদেরও। পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্য ও নিম্ন আয়ের মানুষের হাজির হতে হয়েছে এ মিছিলে। অনেকের চোখে লজ্জার লেশ থাকলেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এসে শামিল হয়েছেন এ কাতারে।