আব্দুল খালেক
মহাকালের পিঠে চলেছি ক্ষণস্থায়ী আগন্তুক
নিরবধি অজানার উদ্দেশ্যে, পরপারের তরে,
আয়ু বরফ গলিছে অবিরত ক্ষীণধারায়
নেই খেয়াল-শঙ্কা,
পড়ে রয়েছি স্বার্থপর ছিন্ন কুটা ধরে।
কৈশোর ফেলে যৌবনের দ্বারপ্রান্তে দাড়িয়ে
রঙিন আঁখিতে হাজারো অলৌকিক স্বপ্ন,
গগন পবন মাঠ পেরিয়ে
সবুজলাভ ধানের ক্ষেতের আইল বেয়ে
পাড়ি দেওয়া যৌবন আজ ক্লান্ত।
শৈশবের সেই কালো কেশ হচ্ছে সাদা
উদ্দাম চলনে আসছে হিসেবের অনুপাত,
যতই বাড়ছে বেলা
দায়িত্বের বোঝা চাপছে মস্তক পরে
মিলাতে যে হবে জীবন যুদ্ধের ধারাপাত।
এ ধরণী মাঝে যদি না মেলে অঙ্ক
মূল্যবান সময় যায় যদি চলে হেলায়,
সুন্দর ধরণী পরে
এ সমাজের নিকৃষ্ট কীট তুমি
কর্ম হল অর্থহীন কদর্য এ মেলায়।
তাইতো আজ বসেছি কড়ির খাতা মেলে
সুদিনগুলো অতীত হচ্ছে অগোচরে,
স্বল্পকালের যাপিত জীবনে
গৃহে তুলতে হবে সাফল্যের সোনালী ফসল
কাটালে চলবে না জীবন হেসে খেলে।
মনোহরিয়া, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা। মধ্যাহ্ন ২.৪৭